নরসিংদীতে হাতে টেঁটা দেখলেই গ্রেপ্তার করা হবে। পৈশাচিক উপায়ে মানুষকে হত্যা বা আহত করা থেকে বিরত রাখতে এ ঘোষণা দিয়েছেন নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুর রুখতে গতকাল সোমবার নরসিংদীর চরাঞ্চলে টেঁটা উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫০০ টেঁটা উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ১৩ জনকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে দুপক্ষের লোকজন