‘ভুটান-নেপালের কাছে হারই বাংলাদেশের ফুটবলের মানদণ্ড’
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৮:২৭
নেপালে অনুষ্ঠিত এসএ গেমসের ফুটবলে পাঁচ দলের মধ্যে তৃতীয় হয়েছে বাংলাদেশ। গেমসের ইতিহাসে প্রথমবারের মতো ভুটানের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ। এই ফলাফলকেই দেশের ফুটবলের মানদণ্ড বলছেন দেশের একমাত্র উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল হক। প্রত্যাশা আর বাস্তবতার মাঝে এ যেন আকাশ-পাতাল পার্থক্য। সোনা জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবলে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। সোনা তো অনেক দূরের বাতিঘর, পা রাখা যায়নি সে মঞ্চেই। পাঁচ দলের টুর্নামেন্টে তৃতীয় হয়ে জামাল ভূঁইয়াদের অর্জন ব্রোঞ্জ। ৪ ম্যাচ খেলে বাংলাদেশের একমাত্র জয় শ্রীলঙ্কার বিপক্ষে। গেমসের ইতিহাসে প্রথমবারের মতো পাওয়া গিয়েছে ভুটানের কাছে হারের স্বাদ। স্পষ্টত দেশের ফুটবলের ব্যর্থতার করুণ ছবিই ফুটে উঠেছে কাঠমান্ডুতে। সে ছবিকেই দেশের ফুটলের মানদণ্ড বলছেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক।