ফাইনালের জন্য সেরাটা জমিয়ে রেখেছিলেন শান্ত-সৌম্যরা : হাবিবুল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

কেউ কেউ বলছেন-আরে, এটা তো আর জাতীয় দল না। অনূর্ধ্ব-২৩ দল। নাম ইমার্জিং একাদশ। তাই জাতীয় দলের রেকর্ড, পরিসংখ্যান আর ইতিহাসের আলোকে ব্যাখ্যা করার যৌক্তিকতা নেই। তারপরও এসএ গেমস ক্রিকেটে যে দলটি খেলেছে, তা ইমার্জিং একাদশের মোড়কে আসলে বাংলাদেশ দল নামেই খেলেছে। তাই বলাই যায়- নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও হাসান মাহমুদরা এবার ইতিহাস পাল্টে দিয়েছেন। এতকাল জানা ছিল, ক্রিকেটে ফাইনালে গিয়ে কেমন যেন হয়ে যান টাইগাররা। একবার নয়। বহুবার আছে এই রেকর্ড। গ্রুপ ম্যাচ জিতে ফাইনালে মানে শিরোপা নির্ধারণী খেলায় গিয়ে হেরে বসারও নজির আছে। তবে এবার সে ইতিহাস বদল। আগের দিন গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হারের পর আজ (সোমবার) ফাইনালে সেই লঙ্কানদেরই ৭ উইকেটে উড়িয়ে দিয়ে স্বর্ণ জিতে নেয়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us