কয়েক দিন আগে দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সময়ের অভাবে প্রায় এক যুগ ধরে সেখানে যাওয়াই হয়নি। এবার গ্রামে গিয়ে যা দেখলাম তা রীতিমতো চমকে যাওয়ার মতো ঘটনা। বদলে গেছে আমার গ্রামের চিত্র। সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মানসহ সবকিছু। গ্রামের সর্বত্র লেগেছে উন্নয়নের ছোঁয়া। টিন এবং মাটির ঘরের বদলে উঠেছে দালান। কোথাও কোথাও বহুতলবিশিষ্ট ভবন। এখন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে বিদ্যুত্, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং নলকূপ।