নেপালের পোখারায় সাউথ এশিয়ান গেমসের নবম দিনটা বাংলাদেশের। গত আসরে আর্চারিতে চার রৌপ্য জেতা বাংলাদেশ এবার ভারতের অনুপস্থিতির সুযোগ পুরোদমে কাজে লাগিয়ে এই বিভাগের ১০টি ইভেন্টেই শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে।
গতকাল রোববার পর্যন্ত ৬টি ইভেন্টের খেলা শেষ হওয়ার পর আজ বাকী ছিল চারটি ইভেন্টে। সব ক’টিতেই সোনা জিতল বাংলাদেশ। আর্চারির এই ১০টিসহ এবারের আসরে বাংলাদেশের স্বর্ণের সংখ্যা দাঁড়ালো মোট ১৮টিতে। বিদেশের মাটিতে প্রতিযোগিতার ইতিহাসে এটাই দেশের সেরা সাফল্য। আগেরটি ছিল ১৯৯৫ সালে মাদ্রাজে পাওয়া ৭টি সোনা। আর দেশের মাটিতে ২০১০ সালে সর্বোচ্চ ১৮ স্বর্ণ জয়ের মাইলফলকটা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছেই।