‘বাংলাদেশী রাজকুমারী’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী পলি শারমিন। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীতায়জন করেছেন শওকত আলী ইমন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। এফডিসি’র ৪ নম্বর ফ্লোরে পাঁচটি আলাদা সেট নির্মাণ করে হয়েছে গানটির শুটিং। কোরিওগ্রাফি ও ভিডিও পরিচালনা করেছেন হাবিব রহমান। আর এতে রাজকুমার হয়ে হাজির হয়েছেন বাংলা সিনেমার স্বপ্নের নায়ক আমিন খান। এ নায়ক বলেন, মিউজিক ভিডিওতে কাজ করার অনেক প্রস্তাব পেয়েছি। তবে তেমনভাবে করা হয়নি। এবারের গানটিতে রাজকুমার হয়ে হাজির হয়েছি। ফোক-আধুনিকের এক দারুণ মিশেল। আশা করছি ভালো লাগবে সবার। পলি বলেন, সব সময় চেয়েছি একটা মনের মতো মৌলিক গান করব। এবার সেই চাওয়া পূর্ণ হয়েছে। গানটির ভিডিওতেও নতুনত্ব আনার চেষ্টা করেছেন পরিচালক। আশা করছি, ভালো লাগবে। আগামী ১০ই ডিসেম্বর পলির জন্মদিনে গানটি ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করবে।