আধুনিক রাষ্ট্রে গণতন্ত্র সামাজিক অগ্রগতির একমাত্র চাবিকাঠি। তাই আধুনিক রাষ্ট্রব্যবস্থার জন্য গণতন্ত্রকেই বেছে নিতে হবে। এর কোনো বিকল্প নেই। বর্তমান পৃথিবীতে পুঁজিবাদের জয়জয়কার। এক মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী তো বলেই ফেলেছেন, Capitalism is the end of the history, অর্থাৎ পুঁজিবাদই ইতিহাসের শেষ। কিন্তু চার্লস ডারউইনের বিবর্তন যদি সত্য হয়ে থাকে, তাহলে পুঁজিবাদী শোষণের শেষ একদিন হবে। ফিরে আসবে মানুষের মধ্যে বৈষম্যহীনতা। পুঁজিবাদে রাজনৈতিক স্বাধীনতা থাকে; কিন্তু সেটা থাকে বুর্জোয়াদের জন্য।