নিউইয়র্ক নগরে ইয়েলো ক্যাবের পর এবার উবার চালকদের ওপর নিয়মের খড়্গ নেমে এসেছে। উবারে কাজের পরিধি দিন দিন সীমিত হয়ে আসছে। অনেকেই স্বাধীন পেশা হিসেবে উবারকে বেছে নিয়েছিলেন। ব্যয়বহুল এই নগরে সংসার চালাতে অ্যাপসভিত্তিক উবার চালকেরা শুধু উবারেই কাজ করতেন। সম্প্রতি উবার কর্তৃপক্ষ কাজের সময়সীমা সীমিত করে দিয়েছে। এখন চালকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করতে হয়। গাড়ির চাহিদা বা যাত্রীর চাপ রয়েছে এমন এলাকা ছাড়া উবার চালকেরা অ্যাপস খুলতে পারেন না। ফলে চালকেরা ইচ্ছে করলেই যেকোনো স্থানে তাদের অ্যাপস চালু করতে পারছেন না। নতুন বাধ্যবাধকতার কারণে উবারের চালকদের আয় রোজগারও কমে গেছে অনেক। এ কারণে আতঙ্কে সময় কাটাচ্ছেন উবারের ক্যাবচালকেরা।