নো বলের সিদ্ধান্ত নিয়ে নতুন নিয়ম আনছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এত দিন নো বলের সিদ্ধান্ত দিতেন মাঠে থাকা আম্পায়ার। এখন থেকে সেটা আর হচ্ছে না। নো বল সম্পর্কে এখন থেকে সিদ্ধান্ত নেবেন তৃতীয় আম্পায়ার। আজ শুক্রবার থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। হায়দরাবাদে এই সিরিজ থেকেই নো বলের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তৃতীয় আম্পায়ার। ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজেও নিয়মটি ব্যবহার হবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। অন্য সব সিদ্ধান্তই নেবেন মাঠের আম্পায়াররা। তবে বোলারের প্রতিটি ডেলিভারির সিদ্ধান্ত নেবেন তৃতীয় আম্পায়ার। আইসিসির বিব