২৩৬ রানের জুটি গড়ে বাংলাদেশের বিশাল স্কোর দাড় করান নিগার সুলতানা ও ফারজানা হক দক্ষিণ এশিয়া গেমসের নারী ক্রিকেট ইভেন্টে ২৪৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। মালদ্বীপকে মাত্র ছয় রানে অলআউট করেছে বিশাল জয় পায় বাংলাদেশ। এর আগে নারী টি-টোয়েন্টিতে রুয়ান্ডার বিপক্ষে ছয় রানে অলআউট হয়েছিল মালি। তবে নারীদের টি টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড উগান্ডার। বৃহস্পতিবার গ্রুপ পর্যায়ে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশ নারী দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ম্যাচের দ্বিতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান শামিমা সুলতানা ও সানজিদা ইসলাম আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে এরপর নিগার সুলতানা ও ফারজানা হক উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। আক্রমণাত্মক ব্যাটিং করে দুজনই তুলে নেন সেঞ্চুরি।