জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটার এবার ছয় মাসের বেশি সময় ধরে ব্যবহার না করলে বা ইনঅ্যাক্টিভ থাকলে সেই অ্যাকাউন্টগুলো মুছে দেওয়া হবে। আগামী ১১ ডিসেম্বরের পর থেকে ইনঅ্যাক্টিভ থাকা অ্যাকাউন্টগুলো মুছতে শুরু করবে বলে জানিয়েছে টুইটার। তবে এর আগে একবারের জন্য হলেও যারা লগ ইন করবেন তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হিসেবে বিবেচিত হবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকাউন্টটি সচল রাখতে শুধুমাত্র লগ ইন করলেই হবে, কোনো পোস্ট দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ছয় মাসের আগে লগ ইন না করলে টুইটার ইউজার…