মৃদুলা আহমেদ রেসি ঢাকায় সিনেমার একটি জনপ্রিয় নাম। কাজ করেছেন ৫০ টির মতো সিনেমায়। তবে গেল ২ বছরে ঢাকাই সিনেমায় দেখা মেলেনি এই অভিনেত্রীর। তবে নতুন খবর হল, আবারও সিনেমায় ফিরছেন রেসি। রকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ শিরোনামের একটি সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নতুন এই সিনেমাটি নিয়ে রেসি বলেন, রবিবার (১ ডিসেম্বর) রাতে চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসের ২০ তারিখ থেকে ঢাকায় প্রিয়াংকা শুটিং হাউজে শুটিং শুরু হবে। প্রথম লটের শুটিং চলবে টানা ১০ দিন। এই সিনেমায় আমার গানের অংশগুলোর শুটিং হবে কক্সবাজার,রাঙামাটির সব মনোরম লোকেশনে। সিনেমাটি লেডি অ্যাকশন গল্পের এই সিনেমায় আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি।