রুশাদ ফরিদী অন্তত একটা কাজ করেছেন, ক্ষমতার সমুখে আয়না তুলে ধরার জরুরতটা দেখিয়ে দিয়েছেন। আমরাও জানতে পারলাম, অসাধু ক্ষমতা হলো রূপকথার সেই ভূত যে আয়নায় নিজের মুখ দেখতে ভয় পায়। লিখেছেন ফারুক ওয়াসিফ