মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সরকারবিরোধী বিক্ষোভকারীরা আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরাকের টিভি চ্যানেল সুমারিয়া নিউজের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল রোববার রাতে ইরানি কনস্যুলেটে আবারও আগুন দেওয়া হয়। নাজাফের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, ফায়ার ব্রিগেডের কয়েকটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে গত ২৭ নভেম্বর রাতে বিক্ষোভকারীদের ভেতর থেকে একটি দল ‘ইরাক থেকে ইরান দূর হোক’ স্লোগান দিতে দিতে নাজাফের ইরানি কনস্যুলেট ভবনের চত্বরে ঢুকে পড়