প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে থাকার কারণে কৃষিপণ্য রফতানিতে ভর্তুকি দিচ্ছে ভারত। কৃষকদের সুরক্ষা দিতে সরকারিভাবে পণ্য কেনায় ধারাবাহিকভাবে মজুদ বাড়ছে। এর মধ্যে আগামী বছর রেকর্ড গম উৎপাদনের পথে রয়েছে দেশটি। দীর্ঘস্থায়ী বর্ষার কারণে এ বছর গমের আবাদ ও ফলন প্রত্যাশা ছাড়িয়ে যাবে। কৃষিপণ্যসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।