মাসের পর মাস বেতন-ভাতা না পাওয়া শ্রমিক-কর্মচারীরা করছেন ভুখা মিছিল। আর ওদিকে খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত নয় পাটকলের গুদামে মজুদ আছে ৩০ হাজার ৪৬২ টন পাটপণ্য, যার বাজারমূল্য ২৭০ কোটি টাকা। অর্থ জোগাড় করতে ব্যর্থ বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) অবশেষে ১০০ কোটি টাকা ঋণ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ অর্থ আগস্ট-নভেম্বর পর্যন্ত বকেয়া বেতন-ভাতা পরিশোধে ব্যয় করা হবে।