হংকংয়ের বিক্ষোভকারীরা ট্রাম্পের কাছে ‘স্বাধীনতা’ চায়
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০০:০০
হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা নতুন করে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যাচ্ছে। এ লক্ষ্যে তারা শহরে তিনটি আলাদা র্যালির আয়োজন করে যেখানে বিক্ষোভে সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেওয়া হয়। এ ছাড়া অনেক বিক্ষোভকারীর হাতে মার্কিন পতাকা দেখা গেছে। বিক্ষোভকারীদের মাথায় ক্যাপ ও টি-শার্টে ট্রাম্পের ছবি দেখা গেছে। অন্য একটি ব্যানারে দেখা গেছে, হংকংয়ের স্বাধীনতার জন্য ট্রাম্পের সহায়তা চাইছেন। গতকাল রবিবার এসব র্যালির আয়োজন করা হয়। খবর আলজাজিরা। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি আইনে স্বাক্ষর করেন, যেখানে হংকংয়ের বিক্ষোভকে মানবাধিকার…