যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষিকার ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকাশ্যে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শনিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে প্রকাশ্যে এ ঘটনা ঘটানোয় বিষয়টি বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭২ ঘণ্টার মধ্যে ওই শিক্ষিকাকে স্বামী-সন্তান নিয়ে ক্যাম্পাসের ডরমিটরি ছাড়ার নির্দেশ দিয়েছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক শাহানাজ আক্তার চাকরি সূত্রে ক্যাম্পাসের ডরমিটরিতে স্বামী ও সন্তান নিয়ে দেড় বছর ধরে বসবাস করছেন। তার স্বামী…