রোহিঙ্গাদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার মামলায় নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মী এতদিন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল তারা চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম ওসমান গণির আদালতে আত্মসমর্পণ এবং আবার জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেনÑ সাগর চৌধুরী ও সত্যসুন্দর দে। তারা ঢাকায় ইসি এনআইডি উইংয়ের অধীন প্রকল্পে কর্মরত ছিলেন। এ নিয়ে এ ঘটনায় ১৩ জনকে কারাগারে পাঠালেন আদালত। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন,…