ঈদে প্রেক্ষাগৃহে ‘মিশন এক্সট্রিম’

মানবজমিন প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

শনিবার সন্ধ্যায় এফডিসি’র ৭ নম্বর ফ্লোরে প্রকাশ করা হয় ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রথম লুকের পোস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা  মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম। এছাড়া পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনী হামিদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে। এ সিনেমার পরিচালক সানী সানোয়ার বলেন, বাংলাদেশ ছাড়াও দুবাইতে ‘মিশন এক্সট্রিম’র শুটিং হয়েছে। আমাদের ইচ্ছা ছিল চলতি বছরের শেষদিকে সিনেমাটি মুক্তি দেয়ার। তবে সম্পাদনার কাজ বেশ সময় নিয়ে করা হচ্ছে। তাই আগামী বছর ঈদুল ফিতরে সিনেমা মুক্তি পাবে। ছবির পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমার প্রচারণা শুরু করলেন বলেও জানান তিনি। নায়ক আরিফিন শুভ বলেন, আমার ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময় নিয়ে করা সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সবচেয়ে শারীরিক ও মানসিক স্ট্রাগলের মধ্য দিয়ে এটির কাজ করেছি। তাই এতে আমার অনেক মমতা এবং প্রত্যাশা। আশা করছি আপনারা ‘মিশন এক্সট্রিম’ দেখে মুগ্ধ হবেন। উল্লেখ্য, চলতি বছরের ২০শে মার্চ ঢাকায় ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং শুরু হয়। শুরু থেকে আলোচনায় থাকা এ সিনেমার কোনো দৃশ্য বা ছবি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তাই ফার্স্ট লুক  পোস্টারটি দর্শকদের মধ্যে ভিন্নরকম উন্মাদনা সৃষ্টি করেছে। ‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। এ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন সানী সানোয়ার নিজেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us