সুরের মূর্ছনায় মান্নাদে’কে স্মরণ

মানবজমিন প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সুরের মূর্ছনায় স্মরণ করা হলো ভারতীয় উপমহাদেশের কালজয়ী সংগীতশিল্পী মান্না দে’কে। এই কিংবদন্তির জন্ম শতবর্ষ উপলক্ষে শুক্রবার বিশেষ অনুষ্ঠানের  আয়োজন করে বাংলাদেশস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। এনই (কে), ১৪, গুলশান এভিনিউতে সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয়। মান্না দে স্মরণে মিউজিক্যাল ট্রিবিউট ধর্মী এ অনুষ্ঠানে সংগীত পরিবেশেন করেন ভারতের শিল্পী ডা. অমিতাভ চন্দ। একে একে ষোলোটি গান পরিবেশন করে তিনি সবাইকে মুগ্ধ করে রাখেন। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো ‘কফি হাউজের সেই আড্ডাটা’,  ‘সুন্দরী গো দোহাই দোহাই’, ‘যদি কাগজে লেখো নাম’ ও ‘জিন্দেগী এয়সি এক পেহেলি হ্যায়’। অমিতাভ চন্দর পরিবেশনার সঙ্গে আরো ছিল বাংলাদেশের শিল্পী মৃদুলা সমাদ্দার এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাকের পরিবেশনা। মান্না দের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল শিল্পী ডা. অমিতাভ চন্দর। অনুষ্ঠানে এ শিল্পী জানান, ১৯৮৫ সাল থেকে তিনি মান্না দের সান্নিধ্য পেয়েছেন। খুব কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং দেখেছেন। এই কিংবদন্তির স্মরণে গাইতে পেরে বেশ উচ্ছ্বসিত বলেও জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us