কিছু অসংগতি-অন্যায় আমাদের গা-সওয়া হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে ধরন বদলালেও নারী-পুরুষ বৈষম্য তাই একই সঙ্গে সমাজের সবচেয়ে সাবেকি ও সহনশীল বিষয়ে পরিণত। বলাই বাহুল্য, এতে প্রথম বিশ্ব আর তৃতীয় দুনিয়ায় কিছুমাত্র ফারাক নেই। এই অসাম্য নিয়ে কমবেশি আওয়াজও তোলা হয় বটে, তবে তা অনেকটা নিয়ম রক্ষার ফরম্যাটে। মাঝেমধ্যে দু-একটি বিশেষ ঘটনার জেরে বা উপলক্ষ্যে একটু যা আমলযোগ্য শোরগোল ওঠে; যুক্তরাষ্ট্রের আদালতের সাম্প্রতিক এক রায়ে যেমন বিষয়টি নতুন করে আলোচনায়।