বাংলার এবং ভারতের অন্যতম সেরা তিরন্দাজ অতনু দাস আগেই পুরুষদের দলগত রিকার্ভ বিভাগে টোকিয়োতে নামার টিকিট জোগাড় করে ফেলেছিলেন। বৃহস্পতিবার তাঁর স্ত্রী দীপিকাকুমারীও পেয়ে গেলেন স্বামীর সঙ্গে জাপানগামী বিমানে ওঠার টিকিট।