রাঙ্গাবালীতে ২৫ কেজি ওজনের অজগর উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

রাঙ্গাবালী উপজেলার লোকালয় থেকে ২৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চরকাশেম খেয়াঘাট এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে গহীনখালী খেয়াঘাট সংলগ্ন সংরক্ষিত বনে বিশাল আকৃতির এই অজগরটি অবমুক্ত করে বনবিভাগ।বনবিভাগ সূত্রে জানা গেছে, চরকাশেম খেয়াঘাট এলাকায় বুধবার বিকেলে ১০ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের অজগরটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাঙ্গাবালী সদর ও চরকাশেম বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বিশাল আকৃতির অজগর সাপটি উদ্ধার করতে সক্ষম হয় বনবিভাগ। এরপর রাত ৮টার দিকে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গহীনখালী খেয়াঘাট সংলগ্ন সংরক্ষিত বনে অজগরটিকে অবমুক্ত করেন বনবিভাগ। রাঙ্গাবালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন জানান, লোকালয়ে সাপটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ওই সাপটিকে উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us