কিছুতেই লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের। বিশেষ ছাড়ের পরও খেলাপি ঋণ না কমে বরং তা আরো বেড়েছে। সেপ্টেম্বর শেষে খেলাপি প্রায় ৪ হাজার কোটি টাকা বেড়ে দাড়িয়েছে প্রায় এক লাখ সাড়ে ১৬ হাজার কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ১২ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, ছাড় পেয়ে খেলাপিরা আরো উৎসাহিত হচ্ছে যে কারণে খেলাপি বাড়ছে। তবে ব্যাংকাররা বলছেন, ঋণ পুন:তফসিলের সুযোগ পুরোপুরি কার্যকর হলে খেলাপি কমবে।