বাঁশখালীর উপকূলীয় পাঁচ ইউনিয়নের ১ হাজার ৯৩০ হেক্টর এলাকার মাটি লবণাক্ত। এসব এলাকার জমিতে কিছুই উৎপাদন করা যেত না। বছরের অর্ধেক সময় এসব জমি খালি পড়ে থাকত। গত তিন বছর এসব লবণাক্ত এলাকার ১ হাজার ৩০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে লবণ সহিষ্ণু ধান। পতিত জমিতে সোনালি ধান উৎপাদন করতে পারায় বাড়তি লাভের মুখ দেখছে কৃষক। এবার বাঁশখালীতে লবণ সহিষ্ণু ধান উৎপাদন হয়েছে ২ হাজার ৩২৫ টন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা...