‘রাষ্ট্র পরিচালনায় সরকার চরম ব্যর্থ’

মানবজমিন প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণের মৌলিক-মানবিক অধিকার, ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার হরণকারী সরকার স্বৈরাচারের চরম পর্যায়ে উপনীত হয়েছে। চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ২-৩ গুণ বৃদ্ধি পেয়েছে। পিয়াজের দাম ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। জিনিস পত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, জনজীবনের নিরাপত্তা প্রদানসহ রাষ্ট্র পরিচালনায় সরকার চরম ব্যর্থ। বিপন্ন রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের চেতনায় পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় সরকার গঠন অপরিহার্য হয়ে পড়েছে। সে লক্ষ্যে শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী, সুশীল সমাজের সাথে সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যের রাজনীতির সূচনা করতে হবে। গতকাল চরপোড়াগাছায় রামগতি উপজেলা জেএসডি’র ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এ সকল কথা বলেন। রব বলেন, গ্রাম গঞ্জের সাধারণ মানুষের উন্নয়নে সরকারের কোন পদক্ষেপ নেই। রামগতি-কমলনগরের ৫ লক্ষ মানুষকে নদীভাঙ্গনের হাত থেকে রক্ষার কোন উদ্যোগ নেই। মাটির নিচ থেকে উদ্ধার প্রাপ্ত ১৫০ বছরের পুরাতন ডুবন্ত জাহাজের সন্ধান পাওয়া গেলেও তা রক্ষণাবেক্ষণের কোন উদ্যোগ নেই। সরকার উন্নয়নের নামে রাজধানীসহ শহরের মানুষকে খুশি করার প্রহসন করছে। এ সব দিয়ে খুব বেশি দিন নিজেদের টিকিয়ে রাখতে পারবে না। রামগতি উপজেলা জেএসডি’র আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে আরো বক্তব্য রাখেন জেএসডি সহ-সভাপতি মিসেস তানিয়া রব,অধ্যক্ষ আবদুল মোতালেব  লোকমান হোসেন বাবলু, আবুল হাসানাত চৌধুরী মেহেদী, মোঃ নাজমুল হাসান মাস্টার, মীর গোলাম আজম ফারুক, মোহতাসিম বিল্লাহ বাবুল, আলমগীর হোসেন, মনিরুল ইসলাম মিঠু, হান্নান হাওলাদার, এম এ এহসান রিয়াজ প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us