পাপ নিয়ে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে। এর মধ্যে জনপ্রিয় কয়েকটা হচ্ছে : ‘অনেক কালের ছিল পাপ, বড়ো ছেলে সতিনের বাপ’, ‘লোভে পাপ, পাপে মৃত্যু’, ‘পাপ বাপকেও ছাড়ে না।’ পাপ বাপকেও ছাড়ে কি না জানি না, তবে দুষ্ট কোনো মানুষ যদি নির্মম পরিণতি ভোগ করে, তাহলে আমাদের দেশে তাকে ‘পাপের ফল’ বা ‘পাপের প্রায়শ্চিত্ত’ হিসেবে অভিহিত করা হয়। এ প্রসঙ্গে মনে পড়ছে মহাভারতের একটি আখ্যান।