ভারত দলে জয়ের তীব্র যে ইচ্ছা এটা সৌরভ গাঙ্গুলীর আমল থেকেই শুরু হয়েছে বলে মনে করেন বিরাট কোহলি। সুনীল গাভাস্কার আবার সবাইকে মনে করিয়ে দিয়েছেন সত্তর-আশির দশকেও বিদেশের মাটিতে ম্যাচ জিতত ভারত। ভারতীয় ক্রিকেটের মসনদে এখন সৌরভ গাঙ্গুলী। তাঁকে তো খুশি রাখতে হবেই। এই কারণেই কি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি সৌরভের প্রশংসায় পঞ্চমুখ? গতকাল কলকাতা টেস্ট শেষের পর আলোচনায় কিংবদন্তি সুনীল গাভাস্কার অন্তত তেমন মন্তব্যই করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলে গেছেন ভারত দলে জয়ের তীব্র যে ইচ্ছা, সেই মানসিকতাটা সাবেক অধিনায়ক সৌরভের সময়ই গড়ে উঠেছে, ‘পরিকল্পনা হচ্ছে নিজেকে মাঠে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা দলের প্রয়োজনে এগিয়ে আসার বিষয়টি রপ্ত করেছি। এই সংস্কৃতির শুরু দাদার (সৌরভ) দল থেকে।