একজন সন্তান নারী-পুরুষের বাইরেও ভিন্ন লিঙ্গীয় পরিচয়ের হতে পারে এবং এতে তাঁর নিজের কোনো ভূমিকা নেই। পরিবারকে এই বৈচিত্র্য মেনে নিতে হবে। তার সব অধিকার নিশ্চিত করতে হবে। সন্তানকেও এই নির্ভরতার জায়গা দিতে হবে যে বৈচিত্র্য কোনোভাবেই তার প্রতিবন্ধকতা নয়, বরং বৈচিত্র্যই অহংকার। লিখেছেন জোবাইদা নাসরীন।