সরকারি কর্মচারীদের দুর্নীতির শাস্তি শুধুই তিরস্কার। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হওয়ার কথাও নয়। পৃথিবীর কোনো দেশে দুর্নীতির মতো ঘৃণ্য অপরাধের জন্য তিরস্কারের মতো লঘুদণ্ডের বিধান আছে বলে জানা নেই; কিন্তু বাংলাদেশে সরকারি কর্মচারীরা দুর্নীতিপরায়ণ হলে তাদের তিরস্কারের মতো লঘুদণ্ড আরোপ করে চাকরিতে বহাল রাখার বিধান রেখে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জারি করা হয়েছে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আচরণ) বিধিমালা।