আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা মুখ ছিলেন। এখন নিয়মিত কমেন্টিতে দেখা যায় আতহার আলী খানকে। ইডেন টেস্টেও যান। ধারাভাষ্যের ফাঁকে বাংলাদেশ দলের বাজে অবস্থা নিয়ে কথা বলেন তিনি। শনিবার (২৩ নভেম্বর) সিএবির তিনতলায় দাঁড়িয়ে আতহার বলছিলেন, ‘আমি বাংলাদেশের কোনও সিদ্ধান্তই বুঝতে পারলাম না। ইন্দোরে প্রথমে ব্যাট নিয়ে ওই রকম অবস্থা হল। তারপরেও সেই ভুল থেকে শিক্ষা নিল না। ইডেনেও টস জিতে ব্যাটিং নিয়ে নিল। অনেকে বলছেন, সাহসী সিদ্ধান্ত। কিন্তু সামনে বাঘ দেখেও কি কেউ সাহস দেখাতে গিয়ে তার মুখে হাত ঢুকিয়ে দেবে? এটা সাহস নয়। বোকামি। বাংলাদেশ সেটাই করল।’ এই ইডেনেই ১৯৯০ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে আতহারের দুরন্ত নট আউট ৭৮ রান আজও হয়তো অনেকের মনে আছে। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও ম্যাচের সেরা হয়েছিলেন আতহার। আবার সৌরভের উইকেটও রয়েছে তার ঝুলিতে। বললেন, ‘এতদিন পর দাদার সঙ্গে ইডেনে এসে দেখা হওয়ায় খুব ভালো লাগল।