২০১৮-১৯ অর্থবছর শেষ হয়েছে গত জুনে। জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে নতুন অর্থবছর ২০১৯-২০। পূর্ববর্তী অর্থবছরে যাদের বার্ষিক আয় ২ লাখ ২০ হাজার টাকা বা তদূর্ধ্ব ছিল তাদেরকেই ‘আয়কর’ দিতে হবে। ঐ বছরের কর দিতে হবে বর্তমান অর্থবছরে। আগের বছরের নাম অর্থবছর (ইনকাম ইয়ার)। আর ২০১৯-২০ অর্থবছরের সরকারি নাম ‘করবছর’ (অ্যাসেসমেন্ট ইয়ার)। এই ‘অ্যাসেসমেন্ট’ কে করবে?