দিনাজপুর শহরে হঠাৎ করেই বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। এতে অতিষ্ঠ পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী। এমনকি এসব কুকুরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গবাদিপশুও। হাসপাতালেও বাড়ছে কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশির ভাগই শিশু।শহর ঘুরে ঘুরে দেখা যায়, কলেজ মোড়, সুইহারি, বাহাদুর বাজার, রামনগর মোড়, উপশহর, ন্যাকার মোড়, ষষ্ঠীতলা, উঁচার মোড় এলাকায় কুকুরের উপদ্রব সবচেয়ে বেশি। বিশেষ করে সুইহারি,...