অবশেষে গার্মেন্ট শিল্প নিয়ে নির্মিত পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ মুক্তি পাচ্ছে। আসছে ১৩ই ডিসেম্বর মুক্তি পাবে চিত্রনায়িকা অরিন অভিনীত এ ছবিটি। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। ছবিতে অরিনের নায়ক কাজী মারুফ। অরিন বলেন, ক’দিন আগেই আমার অভিনীত ‘বেগমজান’ ছবিটি মুক্তি পেয়েছে। এবার ডিসেম্বরে ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ নিয়ে আসছি। বেশ সুন্দর গল্পের একটি ছবি এটি। আমার বিশ্বাস ভালো লাগবে দর্শকদের।