স্পেন জাতীয় দলের কোচ হিসেবে প্রত্যাবর্তন করেছেন লুইস এনরিকে। পাঁচ মাস আগেই তিনি পদটি থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার ৯ বছরের মেয়ে জানার ক্যান্সারের কারণে গত জুনে স্পেন জাতীয় দলের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাবেক বার্সা কোচ এনরিকে। আগস্টে অবশ্য তার মেয়ে মারা যায়। সেই শোক কাটিয়ে আবারো দেশটির জাতীয় দলের কোচের দায়িত্ব নেয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এনরিকে। আর তার আগমনে চাকরি হারালেন তার জায়গায় দায়িত্ব নেয়া রবার্তো মোরেনো। এনরিকের আগের মেয়াদে তার সহকারী হিসেবে ছিলেন মোরেনো।