পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২ বছর পূর্তিতে নানা কর্মসূচি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ১৮:০৭
খাগড়াছড়ি: আগামী ২ ডিসেম্বর (সোমবার) ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এবার চুক্তির সাফল্য ও অর্জন নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কনসার্টের আয়োজনও থাকবে।