সরকারের দেয়া তথ্য অনুযায়ী সাক্ষরতার হার ৭৩ শতাংশে পৌঁছেছে। আমরা প্রাথমিকে প্রায় শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তির লক্ষ্য অর্জন করতে পারলেও এদের একটা বড় অংশ মাধ্যমিক পর্যায় পেরোতে পারছে না। এসএসসি বা সমমানের শিক্ষা অর্জন করার আগেই তাদের শিক্ষাজীবনের সমাপ্তি ঘটছে। পাশাপাশি আরেকটি বিষয় আমাদের উদ্বিগ্ন করে তোলে তা হলো, বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে যাওয়া।