মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধে হাইকোর্টে রিট
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০৪:৩৫
আইনি সুরক্ষার বিষয় নিশ্চিত না করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৫ দেশে নারী কর্মী পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। কক্সবাজারের বাসিন্দা রাজিয়া খাতুন হাইকোর্টে এ রিট দায়ের করেছেন।আজ রিটের বিষয়টি জানিয়েছেন রিটকারীর আইনজীবী জামান আক্তার বুলবুল।সৌদি আরব ছাড়াও অন্য যে চার দেশে নারী পাঠানো বন্ধে রিট করা হয়েছে সেই দেশগুলো হলো- জর্ডান, লেবানন, ইরাক ও সিরিয়া।আবেদনটি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরে হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন।রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশ প্রধান (আইজিপি), চট্টগ্রমের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও চট্টগ্রামের ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে।