সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তারও পরিবর্তন ঘটছে। তবে সমস্যা হচ্ছে, মানুষ চিন্তার চর্চা করছে না। কল্পনা থেকে চিন্তার জন্ম হয়। সেই কল্পনা বাস্তব কিংবা অবাস্তব—দুটোই হতে পারে। বাস্তব কল্পনা জীবনবোধ তৈরি করে, অবাস্তব কল্পনা স্বপ্ন ও বিশ্বাস তৈরি করে।