বিশেষ নীতিমালার আওতায় খেলাপি ঋণ পুনঃতফসিলের আবেদনের সময়সীমা আরো ৯০ দিন (তিন মাস) বাড়াল বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পুনঃতফসিল করা হয়েছে এমন গ্রাহকদের নতুন ঋণ প্রদানের অনুমতিও দেয়া হয়েছে। অন্যান্য খাতের পাশাপাশি বিশেষ সুবিধার আওতাভুক্ত করা হয়েছে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পকেও। বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।