মাদকবিরোধী শপথ নিলেন ৫ শতাধিক শিক্ষার্থী

মানবজমিন প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০

যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাটিরাঙ্গা তবলছড়ি গ্রিনহিল কলেজ ও তাইন্দং উচ্চ বিদ্যালয়ে পৃথক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কলেজ ও বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ৫ শতাধিক শিক্ষার্থী মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। আর এ শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ। এ সময় তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করছে। এর ফলে তরুণ ও যুবকদের মধ্যে নানা ধরনের অপরাধ প্রবণতা বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। তাই মাদক নির্মূলে চলমান মাদকবিরোধী অভিযান আরো জোরদার এবং মাদকসংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us