সব দুর্দশা পেছনে ফেলে সিঙ্গাপুর আজ পৃথিবীর অন্যতম একটা ধনী দেশ। মাত্র অর্ধশতক সময়ের ব্যবধানে অনুন্নত তৃতীয় বিশ্বের একটি দেশ থেকে একটি পরিপূর্ণ উন্নত দেশে পরিণত হয়ে চমক সৃষ্টি করেছে সিঙ্গাপুর। ১৯৬৫ সালে স্বাধীনতাপ্রাপ্ত সিঙ্গাপুর ছিল অগোছাল, নিয়ন্ত্রণহীন ও সংঘাতে পরিপূর্ণ। কিন্তু দেশটি সেখানে থেমে থাকেনি। যুগোপযোগী পরিকল্পনা ও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তারা দেশকে এমন পর্যায় নিয়ে গেছে যে, আজ ইউরোপের উন্নত দেশের চেয়ে তারা কোনো অংশে কম না।