সুনামগঞ্জে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

মানবজমিন প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা। গতকাল দুপুর দেড়টায় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন- কবি ইকবাল কাগজী, কবি ও আইনজীবী রুহুল তুহিন, মুক্তিযোদ্ধা সন্তান কবি ইয়াকুব বখত বহলুল, সাংবাদিক শামস শামীম, মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্র নেতা মোশারফ হোসেন, সাংবাদিক বিশ্বজিৎ সেন পাপন, সাবেক ছাত্র নেতা টিটো দাস, একে কুদরত পাশা, সাংবাদিক শহিদ নূর আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, শুধু দুঃখপ্রকাশ বা ক্ষমা প্রার্থণাই নয়, মশিউর রহমান রাঙ্গাকে আইনিভাবে শাস্তি দিতে হবে। যাতে এভাবে জাতীয় বীরদের নিয়ে কেউ কটূক্তি করতে না পারে। বক্তারা মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় সংসদের হুইপ থেকে অপসারণের দাবিও জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us