রাশিয়ায় নতুন রাষ্ট্রদূত কামরুল আহসান

মানবজমিন প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি ও কনস্যুলার) কামরুল আহসানকে রাশিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁর এ নিয়োগের মধ্য দিয়ে মস্কোতে এক দশক পর প্রথম কোনো কূটনীতিক মিশন প্রধানের দায়িত্ব পেলেন। ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে চুক্তি ভিত্তিক রাশিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন এস এম সাইফুল হক। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কামরুল আহসানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তি মতে, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ’৮৫ ব্যাচের কর্মকর্তা কামরুল আহসান এর আগে কানাডা ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময় বাংলাদেশের ওয়াশিংটন, বেইজিং, লন্ডন ও দুবাই মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত কামরুল আহসান চীনের বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ হাওয়াই থেকেও ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৬ সালে সচিব পদে পদোন্নতি পান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us