খোঁজ মিলল তুষার যুগ থেকে লুকিয়ে থাকা 'ভুতুড়ে' পায়ের ছাপের!
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯, ১৩:০৮
world: পায়ের ছাপের এই ফসিলগুলি অদৃশ্য হয়ে এতদিন লুকিয়ে ছিল। জিপিআর বা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের সাহায্যে এগুলির সন্ধান পাওয়া গিয়েছে। অন্তত ১২,০০০ বছরের পুরনো এই পায়ের ছাপ মানুষ ও অন্য প্রাণীর ইতিহাসের ওপর নতুন ভাবে আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।