গভীর রাত। আচমকা বিকট শব্দ। এর পরপরই চিৎকার আর কান্নায় ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারেন ট্রেন দুর্ঘটনার বিষয়টি। এর পর একে একে নারী-পুরুষ সবাই বেরিয়ে আসতে থাকেন। নেমে যান হতাহতদের উদ্ধারে। যাত্রীদের কান্না আর হাহাকারে এ সময় দুর্ঘটনাস্থলে এক হৃদয়বিদারক ভয়ার্ত পরিবেশ সৃষ্টি হয়। তাদের কারও হাত, কারও পা, এমনকি মাথা পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কোথাও ছোপ ছোপ রক্ত, কোথাওবা ফিনকি দিয়ে ছুটছে রক্তের স্রোত। রাত গভীর হওয়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে অধিকাংশই তখন…