Galaxy Fold 5G-রই নতুন সংস্করণ Samsung Galaxy W20, জানাচ্ছে TENAA-র ওয়েবসাইট

এনডিটিভি (ভারত) প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ২০:২৬

TENAA-র ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, Samsung Galaxy W20 5G কেবল Galaxy Fold 5G মডেলেরই এক নবনির্মিত সংস্করণ। তবে বেশি উন্নত প্রসেসর। কিন্তু এটি কোনও নতুন স্মার্টফোন নয়। TENAA-র ওয়েবসাইট জানাচ্ছে, Galaxy W20 5G-র মডেল নম্বর সম্ভবত Samsung SM-W2020। যা Samsung Galaxy Fold 5G-র সঙ্গে মিলে যাচ্ছে। কেবল প্রসেসর লক স্পিড ও ব্যাটারি ছাড়া। যে ছবি ওই ওয়েবসাইটে দেখা যাচ্ছে, তা Samsung-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের মতোই দেখতে এই ফোন। TENAA-র ওয়েবসাইট আরও জানাচ্ছে, Samsung SM-W2020-র প্রসেসর ক্লক স্পিড 2.956GHz / 2.4GHz / 1.78GHz (1 core + 3 core + 4 core সেটআপের জন্য) যা Galaxy Fold-এর Snapdragon 855 SoC-র 2.84GHz + 2.41GHz + 1.78GHz থেকে আলাদা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us