‘জমজমের পানি’ পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ: জাপানি বিজ্ঞানী
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ১৩:১৯
পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার সময় স্বজনদের জন্য হাজিদের বিশেষ উপহার থাকে জমজমের পানি। আগ্রহ নিয়ে সবাই জমজম কূপের পানি পান করে থাকেন। জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো এই পানির ওপর সম্প্রতি গবেষণা করেছেন। পৃথিবীর বিশুদ্ধ পানিসহ অনেক তথ্য উঠে এসছে তার গবেষণায়।