বিয়ের যোগ্যতার জন্য বয়সের সর্বনিম্ন সীমার আইন ছিল আদিকাল থেকে, আছে এখনও দেশে দেশে। তবে কার আগে কার বিয়ে, মানে আগে জ্যেষ্ঠের হবে, নাকি কনিষ্ঠের, সে ব্যাপারে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে জ্যেষ্ঠতা ক্রমের ধরাবাঁধা কোনো আইন নেই। যে গাছ আগে জন্মেছে তাতে আগে ফুল আসবে, যে বাছুর আগে জন্মেছে সে আগে বিয়োবে, যিনি আগে জন্মেছেন তাকেই আগে বুড়ো হতে হয়- জগৎ সংসারের এটাই নিয়ম।